নিখোঁজ ফারুক আহমেদকে কি খুঁজে পাবে তার সন্তানরা?
ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি রিহান রহমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘নিখোঁজ’। ৬ পর্বের তারকাবহুল এ সিরিজে আফসানা মিমিকে বহুদিন পর পর্দায় আবার দেখা যাবে।
‘নিখোঁজ’–এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হবে আফসানা মিমির। অনেকদিন পর ক্যামেরার সামনে কাজ করছেন তাও ওটিটির জন্য- পুরো বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় আছেন মিমি নিজেও। তিনি বলেন, ‘কাজটি করার জন্য যখন ফোন পাই প্রথমেই বলেছিলাম, মোটা-সোটা বয়স্ক ভদ্র মহিলাকে কাজটি করার এপ্রোচ করছেন চরিত্রটা আমার সাথে যাবে তো? পরে যখন পরিচালক রিহানের সাথে পরিচয় হয় আর স্ক্রিপ্টটা পড়ি তখনই আমার মনে হয়েছে কাজটা করার একটা রিস্ক নেওয়া যায়। স্ক্রিপ্টটা পড়েই সবার চরিত্র আমার কাছে খুব ভালো লেগেছে। শ্যুটে যাওয়ার আগে আমরা অনেক আড্ডা দিয়েছি, রিহারসেল করেছি। আর শ্যুটের সময় মানে ক্যামেরার সামনে আমি একদম পরিচালকের বাধ্য বালিকা। আর ডিরেক্টর হিসেবে রিহান চমৎকার। আমি ওর উপরে ১০০% ডিপেন্ড করে মানে রিহান যেভাবে বলেছেন সেভাবে ব্লাইন্ডলি কাজ করে গেছি।’
তিনি আরও বলেন, ‘আর কাজটা করতে গিয়ে সবকিছু খুব আপন মনে হয়েছে। এখানে যারা অভিনয় করেছেন তারাও দুর্দান্ত ছিলেন। আর চরকি এমন সব কনটেন্ট মানে ধরা বাঁধা কনসেপ্টের বাইরে গিয়ে নতুন কিছু প্লট ও গল্প দর্শকদের দেখাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যখন আমি দর্শক হিসেবে চরকি দেখছি তখনও ভালো লেগেছে আবার যখন চরকির সঙ্গে কাজ করেছি তখনও ভালো লেগেছে।’
অর্চিতা স্পর্শিয়াকে দেখা যাবে আফাসানা মিমির ছোটবেলার চরিত্রে অর্থাৎ ছোটবেলার সাফিয়া তিনি। সাফিয়া চরিত্র নিয়ে তিনি বলেন, ‘সিরিজটা নিয়ে আমাদের সবার অনেক এক্সপেক্টেশন। আর আমি চেষ্টা করেছি চরিত্রটা ভালোভাবে পোট্রে করার। দর্শক দেখলেই টের পাবে নিখোঁজ কেনো আমাদের সবার মনে এতো কাছের একটা কাজ।’
নিখোঁজ সিরিজে ফারুক আহমেদ চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। অনেকে হয়তো এরই মধ্যে খেয়াল করেছেন ফারুক আহমেদের খোঁজ করে পত্রিকায় ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। যা নিখোঁজ-এর প্রচারের জন্য করা হয়।
শতাব্দী ওয়াদুদ বলেন, ‘আমি এই চরিত্রটা করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। শুধু মাথায় ঘুরতো আমি ফারুক আহমেদকে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারছি তো। তবে আমাদের তরুণ ডিরেক্টর রিহান চমৎকারভাবে সবাইকে সাহায্য করেছেন।’
এই সিরিজে দেখা যাবে ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ আরও অনেকে।
আগামী ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে সিরিজ ‘নিখোঁজ’। ছুটির দিনে পরিবারের সঙ্গে বসে ‘নিখোঁজ’ উপভোগ করতে চোখ রাখতে হবে চরকিতে।
পরিচালক রিহান রহমান এর আগে ওয়েব ফিকশন, টিভিসি তৈরি করলেও ‘নিখোঁজ’ চরকির জন্য বানানো তার প্রথম সিরিজ। তিনি বলেন, ‘চরকিতে কাজ করে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি একটা ভিন্ন গল্প বলার চেষ্টা করেছি। একটা নতুন ধরনের গল্প দর্শকদের উপহার দিতে চেয়েছি। এই সিরিজে একসাথে এতগুলো গুনী অভিনেতা-অভিনেত্রীদের সাথে কাজ করে আমার সত্যি অনেক ভালো লেগেছে। এখানে প্রবীণ অভিনেত্রী আফসানা মিমি থেকে শুরু করে তরুণ অভিনেতা মাসুম রেজওয়ান রয়েছে তাই অভিজ্ঞতাটাও ভিন্ন বলা যায়। আশা করি দর্শকদের আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা ভালো লাগবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘এ বছরে চরকির প্রথম সিরিজ শাটিকাপ যেমন আওয়াজ তুলেছিল আশা করছি দ্বিতীয় সিরিজ নিখোঁজ দেখেও মানুষ কথা বলবে। নিখোঁজ-এর গল্পই হিরো; আপনারা দেখলেই বুঝতে পারবেন।’