নেটফ্লিক্সে আসছে অ্যানিমেটেড ‘তারাক মেহতা কা উল্টা চশমা’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘তারাক মেহতা কা উল্টা চশমা’র পোস্টার

‘তারাক মেহতা কা উল্টা চশমা’র পোস্টার

ভারতে প্রচারিত টেলিভিশন শোগুলোর মধ্যে শীর্ষেই রয়েছে ‘তারাক মেহতা কা উল্টা চশমা’। চমকপ্রদ তথ্য হলো- এবার অ্যানিমেটেড ভার্সনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে এটি।

গত বছর ‘তারাকা মেহতা কা উল্টা চশমা’র অ্যানিমেটেড ভার্সন আনেন এই সিরিয়ালটির নির্মাতারা। তবে এবার এটি দেখা যাবে নেটফ্লিক্সেও।

বিজ্ঞাপন

আজ (২৪ ফেব্রুয়ারি) থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ভারতের জনপ্রিয় এই কমেডি টিভি শোটি।

এখনও পর্যন্ত ‘তারকা মেহতা কা উল্টা চশমা’র দুটি সিজন প্রচারিত হয়েছে টেলিভিশনে।

বিজ্ঞাপন

অ্যানিমেটেড সিরিজটিতেও হাইপারবোলিক কার্টুন অবতারে গোকুলধাম সোসাইটির চরিত্র রয়েছে এবং এটি বাচ্চাদের মধ্যে দারুণ প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

‘তারাক মেহতা কা উল্টা চশমা’ হল বিশ্বের দীর্ঘতম চলমান দৈনিক কমেডি শো। বছরের পর বছর ধরে এর চরিত্র এবং ব্যক্তিত্ব দেশে পারিবারিক নাম হয়ে উঠেছে।

অনুষ্ঠানটি প্রথমবারের ২০০৮ সালের জুলাইয়ে প্রিমিয়ার হয়েছিল এবং ১৩ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত ৩৩০০টিরও বেশি পর্ব সম্পন্ন করেছে।