শাহরুখের নয়া অবতার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান, এক কথায় বলতে গেলে যার উপস্থিতিতে বড় পর্দায় ঝড় ওঠে। বলিউডের এই হার্টথ্রবকে নিয়ে মানুষের উন্মাদনা সব সময়েই যেন তুঙ্গে। কম বেশি সব মেয়েই স্বপ্ন দেখেন এমনই এক প্রেমিক পাওয়ার। কিং খান একবার হাত খুলে দাঁড়ালে সকলেই এক কথায় ফ্ল্যাট।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি ছবি। সেখানে লম্বা চুল আর সাদা দাড়িতে দেখা গেছে বলিউড বাদশাকে, পরনে কালো ট্যাক্সিডো।

বিজ্ঞাপন
ডাব্বু রত্নানির তোলা শাহরুখ খানের এই ছবিটি ফটোশপের মাধ্যমে এডিট করা হয়েছে।

এই ছবি দেখে তো ধন্য ধন্য বর। ৫৫ পার করেও গ্ল্যামার যেন ফেটে পড়ছে শাহরুখের। অনেকেই ভাবছেন এটি তার আসন্ন ছবি ‘পাঠান’-এর লুক। কিংবা নতুন কোনও ব্র্যান্ডের হয়ে ফটোশুট সেরেছেন শাহরুখ।

তবে মজার বিষয় হল কোনটাই সত্যি নয়! হ্যাঁ, আসলে শাহরুখ খানের এই ছবিটি টেকনোলজির কারসাজিতে তৈরি করা হয়েছে। ভারতের প্রখ্যাত আলোকচিত্রী ডাব্বু রত্নানির একটি পুরোনো ফটোশুটের ছবিকে ফটোশপের মাধ্যমে নতুন রূপ দিয়েছে শাহরুখের কোনও ভক্ত।

বিজ্ঞাপন