বাবার গানে কোমর দোলালেন সিতারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিতারা ও মহেশ বাবু

সিতারা ও মহেশ বাবু

তারকা দম্পতি মহেশ বাবু ও নম্রতা শিরোধকারের মেয়ে সিতারা। এবার বাবা-মাকেই টক্কর দিলো ছোট্ট সিতারা।

সপ্তাহ খানেক আগে ইউটিউবে প্রকাশ পেয়েছে মহেশ বাবু ও কৃতি সুরেশ অভিনীত ‘সরকারু ভারি পাতা’ ছবির ‘কলাবতি’ গানটি। ইতিমধ্যে বেশ সাড়া পেয়েছে গানটি। এখনও পর্যন্ত এটি দেখা হয়েছে ৩৫ লাখ বারের বেশি।

বিজ্ঞাপন

বাবার অভিনীত সেই ‘কলাবতি’ গানের তালেই কোমর দুলিয়েছে সিতারা। যার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিতারা।

ভিডিওটির ক্যাপশনে সিতারা লিখেছে, ‘বাবা এটি তোমার জন্য।’

বিজ্ঞাপন

মেয়ের পোস্টটি শেয়ার করেছেন মহেশ বাবু নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্টার। তুমি আমাকেও হারিয়ে দিয়েছো।’

মেয়ের নাচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নম্রতাও। এই অভিনেত্রী ভিডিওটির নিচে মন্তব্য করে লিখেছেন, ‘অসাধারণ। ভালোবাসা।’