এবারের অস্কার সঞ্চালনা করবেন তিন অভিনেত্রী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস

রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস

যুক্তরাষ্ট্রের তিন কৌতুক অভিনেত্রী অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস ৯৪তম অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিন নারীকে সঞ্চালনায় দেখা যাবে। অস্কারের ওয়েবসাইট এবং অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দেওয়া হয়েছে।

চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মান অস্কার প্রদান করে থাকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ২০১৮ সালের পর এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালক রাখা হয়নি। গত তিন বছরে টিভিতে অস্কারের দর্শকসংখ্যা ক্রমেই কমেছে। করোনার কারণে স্বল্প পরিসরে আয়োজিত ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান আমেরিকায় দেড় কোটিরও কম দর্শক দেখেছে।

বিজ্ঞাপন
অ্যামি শুমার, রেজিনা হল এবং ওয়ান্ডা সাইকস

অ্যামি শুমার ২০১৫ সালে ‘ইনসাইড অ্যামি শুমার’ অনুষ্ঠানের জন্য এমি জেতেন। রেজিনা হলের বিখ্যাত ছবির তালিকায় আছে ‘গার্লস ট্রিপ’ এবং ‘লিটল’। নেটফ্লিক্সের ‘দ্য আপশাউস’ সিরিজে অভিনয় করছেন ওয়ান্ডা সাইকস।

এদিকে ৯৪তম অস্কারে সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়েছে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনীত হয়েছে ডেনি ভিলন্যুভের ‘ডিউন’।

বিজ্ঞাপন