জাস্টিন বিবারের পার্টিতে চললো গুলি, আহত ৪

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাস্টিন বিবার

জাস্টিন বিবার

ফের একবার নতুন কারণে খবরের শিরোনামে এসেছেন জাস্টিন বিবার। শনিবার (১২ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসের ‘দ্য নাইস গাই’ রেস্তোরাঁয় জাস্টিন বিবারের তারকাবহুল কনসার্টের আফটার পার্টি চলছিল। হঠাৎ সেখানে গোলাগুলি শুরু হলে এসময় একজন র‌্যাপারসহ ৪ জন আহত হয়েছেন।

পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এদিন রাত পৌনে ৩টা দিকে লাল ফেরারিতে আসা একদল যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় র‌্যাপার কোডাক ব্ল্যাকের। এরপরই গুলি চলতে শুরু হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় র‌্যাপার কোডাক ব্ল্যাকসহ আরও ৪ জন আহত হয়েছেন। তাদের প্রত্যেকেরই পায়ে গুলি লেগেছে।

সবমিলিয়ে মোট ১০ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী কোডাকের বন্ধু। ৬০ বছর বয়সী অপর এক ব্যক্তি কোডাকের অটোগ্রাফ নিতে এসে ঝামেলায় ফেঁসে যান ও গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

‘প্যাসিফিক ডিজাইন সেন্টার’-এ কনসার্টের পরে ‘দ্য নাইস গাই’-তে ধামেকাদার এই পার্টির আয়োজন করেছিলেন জাস্টিন বিবার। পার্টিতে হেইলি বিবার, কোহল কার্দাশিয়ান, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টবি ম্যাগুয়ার, জেফ বেজো, লরেন স্যানচেজ, অ্যান্থরি রামোস, টনি গনজালেজ সহ আরও অনেক তারকা উপস্থিত ছিলেন।