অনন্যার জন্য যেমন পাত্র চান চাঙ্কি পাণ্ডে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চাঙ্কি পাণ্ডে ও অনন্যা পাণ্ডে

চাঙ্কি পাণ্ডে ও অনন্যা পাণ্ডে

বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। বাবার পথ অনুসরণ করেই অভিনয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছেন অনন্যা।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ২০১৯ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অনন্যা পাণ্ডে। এরপর অভিনয় করেছেন, ‘পতি পত্নী অউর ওহ’ এবং ‘কালি পিলি’তে। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

অনন্যা পাণ্ডেকে নিয়ে ভক্তদের উৎসাহের কোন কমতি নেই। বলিউডের এই অভিনেত্রী কার সাথে ডেট করছেন জানতে চায় সকলেই।

কিন্তু অনন্যা এসব বিষয়ে মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের পক্ষ থেকে কথা বলেছেন চাঙ্কি পাণ্ডে। সেই সঙ্গে বলিউডের এই অভিনেতা জানিয়েছেন তিনি অনন্যার জন্য কেমন পাত্র চান।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে চাঙ্কি পাণ্ডে বলেন, ‘আমার তো সেই ছেলের জন্যই খারাপ লাগে। আসলে আমি জানি আমাদের মেয়েদের সাথে থাকা খুব একটা সহজ কাজ না। আমি তো সারাজীবন এই করেই কাটালাম।’

বাবা-মায়ের সঙ্গে অনন্যা পাণ্ডে

অনন্যার মা ভাবনা জানান, ‘আসলে চাঙ্কিই মেয়েদের মাথায় উঠিয়েছে।’

সদ্য মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে অভিনীত ‘গেহরাইয়া’। যেখানে বেশকিছু সাহসী দৃশ্যে দেখা মিলবে তার। প্রেম, সম্পর্ক নিয়ে জটিলতা, অবৈধ সম্পর্কের ছাপ রয়েছে ছবির পরতে পরতে।