হয়ে গেছে রণবীর-আলিয়ার বিয়ে!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রণবীর কাপুর ও আলিয়া ভাট

রণবীর কাপুর ও আলিয়া ভাট

কবে বিয়ের বন্ধনে জড়াবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট? এমনটাই প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে। আর সেই গুঞ্জনের উত্তর পেতে না পেতেই শোনা যাচ্ছে এই তারকা জুটি নাকি এরইমধ্যে বিয়ের কাজটি সেরে ফেলেছেন।

দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে কখনও কোন মন্তব্য করেননি এই তারকা জুটি। তবে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে আলিয়া বার বার রণবীরের প্রতি প্রেম উজাড় করে দেন। একই ভাবে আলিয়ার প্রতিও প্রেম, ভালোবাসা উজাড় করে দেন রণবীর।

বিজ্ঞাপন

এখনও পর্যন্ত প্রেম নিয়ে কোন আলোচনা করা করলেও সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আলিয়া যেন বেশ স্পষ্টবাদী হয়ে উঠলেন। রণবীরের সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, কোনও লুকোচুরি না করেই উত্তর দিলেন তিনি।

আলিয়া জানালেন, “রণবীরের সঙ্গে বহু আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। তবে তা মনে মনে। আসলে, বহু বছর ধরেই রণবীরকে স্বামী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। সেই অর্থে আমি আর রণবীর বিবাহিত!”

বিজ্ঞাপন