মায়ের কোলে সালমানের জান্নাত

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মা সালমা খানের কোলে সালমান খান

মা সালমা খানের কোলে সালমান খান

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত (জান্নাত) সবসময় শোনা যায় এই কথাটি। আর সেই মায়ের কোলেই জান্নাত খুঁজে নিলেন সালমান খান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন সালমান খান। যেখানে দেখা যাচ্ছে, মায়ের কোলে শুয়ে আছেন তিনি।

বিজ্ঞাপন

মায়ের সঙ্গে তোলা এই ছবিটির ক্যাপশনে বলিউডের এই অভিনেতা লিখেছেন, “মায়ের কোল…জান্নাত।”

সেলিম খান ও তার প্রথম স্ত্রী সালমা খানের বড় ছেলে সালমান। এক সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছিলেন, তার বাবা সেলিম খান যখন হেলেনকে দ্বিতীয় বিয়ে করেন, তখন তিনি তা মেনে নিতে পারেননি। সালমা খান খুব কষ্ট পেলেও ঠিকই কোনো ঝামেলা ছাড়া স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নেন। এখন হেলেন খান পরিবারের অংশ হিসাবে সালমানদের সঙ্গে গেইটি গ্যালাক্সির অ্যাপার্টমেন্টেই থাকেন।

বিজ্ঞাপন
দুই মায়ের সঙ্গে সালমান খান

সেলিম খান ও সালমা খানের চার সন্তান- সালমান, আরবাজ, আলভিরা ও সোহেল। অন্যদিকে সেলিম খান ও হেলেনের দত্তক কন্যা অর্পিতা।  

সবশেষ ‘অন্তিম’ ছবিতে দেখা গেছে সালমান খানকে। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি ছবিটি। বলিউডের এই সুপারস্টার বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে। এরপর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র কাজ শুরু করবেন সাল্লু। যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণী তারকা পূজা হেগড়ে।