কর্ণি সেনার রোষের মুখে অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘পৃথ্বীরাজ’ ছবির দৃশ্যে মানুষী ছিল্লার ও অক্ষয় কুমার

‘পৃথ্বীরাজ’ ছবির দৃশ্যে মানুষী ছিল্লার ও অক্ষয় কুমার

ইতিহাসকে প্রেক্ষিত করে বহুবার বহু ছবি তৈরি হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু ২০১৭ সালে মুকিক্তপ্রাপ্ত সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ নিয়ে যেভাবে কর্ণি সেনার রোষে পড়েছিল, সেরকমটা আর দেখা যায়নি কখনও।

ছবিটির নাম শুরুতে দেওয়া হয়েছিলো ‘পদ্মাবতী’। পরে কর্ণি সেনার মুখে পড়ে সেটির নাম পরিবর্তন করে ‘পদ্মাবত’ করা হয়। এর শুটিংয়ের সময়ও বেশ ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল সম্পূর্ণ টিমকে। এমনকি দীপিকার নাক কেটে ফেলার হুমকিও দিয়েছিলেন তারা।

বিজ্ঞাপন

চমকপ্রদ তথ্য হলো- দীপিকার ‘পদ্মাবত’র পর এবার অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’ নিয়েও আপত্তি জানাল কর্ণি সেনা।

ছবির নামকরণ নিয়ে আপত্তি তুলে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আর এবার এই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

কর্ণি সেনার অভিযোগ, অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ ছবিতে হিন্দু সম্রাট পৃথ্বীরাজের চরিত্রকে ভুলভাবে ব্যখা করা হয়েছে এবং অশ্লীলভাবে দেখানো হয়েছে।

 

কর্ণি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবির প্রিভিউ দেখেই এই ধারণা স্পষ্ট হয়েছে। এই ছবিতে ইতিহাসকে ভুল ভাবে ব্যখা করা হয়েছে।

কর্ণি সেনার সহ-সভাপতি সঙ্গীতা সিংয়ের দায়ের করা এই মামলার পরবর্তী শুনানি হবে ২১ ফেব্রুয়ারি।

ড. চন্দ্রপ্রকাশ দিভেদী পরিচালিত ও যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পৃথ্বীরাজ’ অক্ষয় কুমার ও মানুষীর পাশাপাশি আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ।