২১ ফেব্রুয়ারি ফারহান-শিবানির বিয়ে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিবানি দান্দেকর ও ফারহান আখতার

শিবানি দান্দেকর ও ফারহান আখতার

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান আখতার ও শিবানি দান্দেকর। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় এই জুটিকে।

এই জুটি এবার তাদের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

শুরুতে শোনা গিয়েছিল মার্চে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ফারহান-শিবানি। কিন্তু এখন শোনা যাচ্ছে- আগামী ২১ ফেব্রুয়ারি তাদের চার হাত এক হবে।

ওয়েস্ট ইন্ডিয়ার মহারাষ্ট্রের খান্ডালায় হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা। করোনাভাইরাস মহামারির কারণে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে সাদামাটাভাবে অনুষ্ঠান করবেন তারা।

বিজ্ঞাপন

এটি হতে যাচ্ছেন ফারহান আখতারের দ্বিতীয় বিয়ে। শিবানির আগে আধুনা ভাবানীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন ফারহান। কিন্তু ২০১৭ সালে ১৬ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা। সাবেক এই তারকা দম্পতির শাকিয়া ও আকিরা নামে দুটি মেয়ে রয়েছে।