আইরাকে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ উৎসর্গ করলেন সৃজিত

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্বামী ও মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে মিথিলা

স্বামী ও মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে মিথিলা

আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জী পরিচালিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্রের ‘জঙ্গলের মধ্যে হোটেল’ উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী।

কিন্তু জানেন কী নিজের পরিচালিত নতুন এই ছবিটি মেয়ে আইরাকে উৎসর্গ করেছেন সৃজিত মুখার্জী?

বিজ্ঞাপন

ছবিটি মুক্তি উপলক্ষে সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সৃজিত। সেখানেই এই কথা জানিয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে সৃজিতকে প্রশ্ন করা হয়েছিলো ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’র ট্রেলার দেখে মেয়ে কী বলল? আইরাকে নিয়ে হলে যাবেন তো?

বিজ্ঞাপন

জবাবে জনপ্রিয় এই নির্মাতা বলেন, “অবশ্যই। ও তো ভীষণ এক্সাইটেড ট্রেলার দেখে। ইনফ্যাক্ট এই ছবিটা আইরাকেই উত্সর্গ করা। আইরার মতো হাজার হাজার ছোট ছেলে-মেয়েরা যারা চাঁদের পাহাড় পড়ে এবং লায়ন কিং দেখে বড় হয়েছে এই ছবিটা তাদের জন্য। অবশ্যই ছবিটা ওকে দেখাতে নিয়ে যাব।”

 

মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ের বন্ধনে জড়ান তারা।

সৃজিতের আগে ২০০৬ সালের ৩ আগস্ট সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিথিলা। কিন্তু ২০১৭ সালে ১১ বছরের সংসারের ইতি টানেন এই তারকা দম্পতি। সাবেক এই তারকা দম্পতির মেয়ে আইরা তেহরীম খান।