করোনা আক্রান্ত কাজল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কাজল

কাজল

করোনাভাইরাসে তৃতীয় ঢেউয়ে কাবু সম্পূর্ণ ভারত। প্রতিদিনিই ভয়াবহ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছেন কোন না কোন তারকা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন কাজল। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী।

অসুস্থ অবস্থায় নিজের মুখের ছবি কাউকে দেখাতে চান না অভিনেত্রী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ে নাইসার এক গাল হাসি নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পজিটিভ হয়েছি এবং আমি সত্যিই চাই না আমার লাল ফোলা নাকের ছবি কেউ দেখুক। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি থাকুক। মিস করছি তোমায় নাইসা।’

বিজ্ঞাপন

কাজলের ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টে নাইসার প্রশংসা করে প্রিয়াঙ্কা চোপড়া লেখেন, ‘ওকে দারুণ লাগছে।’

অজয় দেবগণ ও কাজলের বড় মেয়ে নাইসা। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে ‘গ্লিয়ন ইনসটিটিউট অব হায়ার এডুকেশন’ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন।

বিজ্ঞাপন