১২ বছর পর একসঙ্গে সঞ্জয়-সুনিল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুনিল শেঠি ও সঞ্জয় দত্ত

সুনিল শেঠি ও সঞ্জয় দত্ত

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের তালিকায় শীর্ষেই রয়েছেন সঞ্জয় দত্ত ও সুনিল শেঠি। এ দু’জন শুধু সহকর্মী নয়, ব্যক্তিজীবনে ভালো বন্ধুও তারা।

অসংখ্য ছবিতে একসঙ্গে কাজ করেছেন সঞ্জয়-সুনিল। কিন্তু গত এক যুগ ধরে রূপালি পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।

বিজ্ঞাপন

১২ বছর পর সঞ্জয়-সুনিলকে ফের একবার একসঙ্গে রূপালি পর্দায় হাজির করতে যাচ্ছেন নির্মাতা সামির কার্নিক। এই নির্মাতার নির্মিত একটি কমেডি ছবিতে একসঙ্গে পাওয়া যাবে সঞ্জয়-সুনিলকে।

বর্তমানে সঞ্জয় দত্তের বয়স ৬২ বছর এবং সুনিলের ৬০। আর নতুন এই ছবিটিতে দু’জনকে তাদের বয়সের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে।

বিজ্ঞাপন

নতুন ছবিটিতে অভিনয় প্রসঙ্গে সুনিল শেঠি বলেন, “বাবার (সঞ্জয়) অনেক বছর পর ফের একবার একসঙ্গে কাজ করবো ভেবে সত্যি খুব ভালো লাগছে। আমাদের দু’জনকে যার যার বয়সেই দেখা যাবে। সেই সঙ্গে বলতে হয় চিত্রনাট্যটি দারুণ। আমাদের দু’জনকে আগেও হয়তো এমন চরিত্রে অভিনয় করতে দেখেছে দর্শক। তবে এবার একদম ভিন্নভাবে উপস্থাপন করা হবে সেটি।”