জয়ের ব্যাপারে আশাবাদী মৌসুমী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মৌসুমী

মৌসুমী

‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের পুরো প্যানেল জয়লাভ করবে।’

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু হয়। এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলে এই ভোটগ্রহণ। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মৌসুমী বলেন, ‌‘খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। রেজাল্ট যাই হোক মেনে নিব।’

মৌসুমী আরও বলেন, অনেক দিন পর একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি এফডিসিতে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এর আগে এত শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি। আশা করছি, আমাদের পুরো প্যানেল জয়লাভ করবে।

বিজ্ঞাপন

মিশা-জায়েদ প্যানেল থেকে এবার নির্বাচন করছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।