টাকা দিয়ে ভোট কিনছেন জায়েদ খান, অভিযোগ নিপুণের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ এর নির্বাচন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

এফডিসির প্রধান ফটকের সামনে থেকে জায়েদ খান ভোটারদের মিশা-জায়েদ পরিষদের ব্যাচ পরিয়ে দিচ্ছেন ও ভোট কিনছেন এমন অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, আমি শুধু ভোটারদের সঙ্গে কথা বলছি ভোট চাচ্ছি এবং আমাদের পরিষদের ব্যাচ পরিয়ে দিচ্ছি।

তিনি বলেন, ভোট চাওয়া তো অন্যায় নয়। তাছাড়া নিপুণ পরিষদের অনেক লোক তো এখানে থেকে ভোট চাচ্ছেন। আমি অন্যায় করলে তারাও করছে। আমি ভোট কিনছি না কি করছি এখানে সিসি ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন।