উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিএফডিসিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব, এলিট ফোর্সের সদস্যদের। তাছাড়া শুধু ভোটার, সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া কাউকে এফডিসির গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিশেষ পরিচয়পত্র নিয়ে সাংবাদিকরা ভেতরে প্রবেশ করছেন। ভোটাররা এফডিসির গেটে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে প্রবেশ করছেন।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেতরে উৎসবমুখর পরিবেশে ভোট চললেও বাহিরে দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এফডিসির বাহিরে এবারের নির্বাচন নিয়ে যতোটা উত্তেজনা দেখা গেছে তা আর কোন নির্বাচনে হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এছাড়া যারা শিল্পী সমিতির সদস্য না তবে শিল্পী তাদেরও এবার ঢুকতে দেওয়া হচ্ছে না। নতুন এবং তরুণ শিল্পীরা এসেও ভিড় জমাচ্ছে এখানে। কিন্তু তাদের ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাধারণ জনগণের ভিড়ের কারণে রাস্তার দু'পাশেই দেখা দিয়েছে যানজট। অনেকে পায়ে হেঁটেই পার হচ্ছেন এফডিসি রোড।

কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ প্যানেল ছাড়াও এবারের নির্বাচনে আছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। এবার মোট ভোটার ৪২৮ জন। শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন।