প্রিয়াঙ্কার জীবনের বড় ভুল

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড ও হলিউড দুই ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় করেছেন অসংখ্য ব্লকবাস্টার ছবিতে। তবে এত উচ্চতাতে পৌঁছে গেলেও, প্রিয়াঙ্কা কিন্তু নিজের শিকড়কে ভোলেননি। তাই হয়তো, নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে আজও আফসোস করেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

সম্প্রতি এক পশ্চিমা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘মেরি কমের বায়োপিকে আমার অভিনয় করা একদমই উচিত হয়নি। কেননা আমি একেবারেই মেরি কমের মতো দেখতে নই।‘

বিজ্ঞাপন

প্রিয়াঙ্কা আরও জানান, ‘মেরি কম লিভিং লেজেন্ড। দেশের গর্ব। এমন এক মানুষের চরিত্রে অভিনয় করার লোভ সামলাতে পারিনি। তবে হ্যাঁ, আমার প্রথম থেকেই মনে হয়েছিল, মেরি কম উত্তরপূর্ব ভারতে বড় হয়েছেন। আর আমি একেবারেই নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছি। আমাদের সব কিছুই একেবারে আলাদা। দেখতেও আলাদা। তবুও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। মেরি কমের সঙ্গে দেখা করেছিলাম। একসঙ্গে অনেকটা সময় কাটিয়ে ছিলাম। প্রায় ৫ মাস ধরে বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলাম। খুবই কষ্টকর ছিল এই জার্নিটা। কিন্তু আমার মনে হয় উত্তরপূর্বের কোনও অভিনেত্রী যদি মেরি কমের চরিত্রে অভিনয় করতেন, তাহলে তা সঠিক নির্বাচন হত।’

৩৯ বছর বয়সী এই তারকা বলেন, ‘মেরি কমের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছি। কিন্তু এত বছর পর বুঝতে পেরেছি, মেরি কমে মতো মানুষের বায়োপিকে অভিনয় করার যোগ্যতা আমার নেই। কারণ, তিনি যে লড়াইটা করেছেন, তার ছিঁটেফোঁটাও আমার জীবনের লড়াইয়ের সঙ্গে মেলে না। মেরি কম সবার কাছে অনুপ্রেরণা। আমি নই।’

বিজ্ঞাপন