আসছে কমেডি কিং কপিল শর্মার বায়োপিক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কপিল শর্মা

কপিল শর্মা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এমএস ধোনি, কুস্তিগীর মহাবীর সিং ফোগাট, গণিতবিদ আনন্দ কুমার, মিলখা সিং, শকুন্তলা দেবী, বক্সার মেরি কম, বিমানবালা নির্জা, মাফিয়া কুইন হাসিনা পার্কারসহ অসংখ্য ব্যক্তির জীবনের গল্প নিয়ে বায়োপিক নির্মিত হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে।

সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। এবার আসতে চলেছে কমেডি কিং কপিল শর্মার বায়োপিক।

বিজ্ঞাপন

বাণিজ্য গবেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার জানান, ‘ফুকরে’ ছবির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বার তৈরি করবেন কপিল শর্মার বায়োপিক। ছবির নাম ‘ফানকার’। এর প্রযোজনার দায়িত্বে থাকবে লাইকা প্রোডাকশনস।

তবে ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন সেই ব্যাপারে কোনও তথ্য মেলেনি এখনও।

বিজ্ঞাপন

প্রযোজক মহাবীর জৈন জানান, ‘ফানকার’ ছবিটি তৈরি হচ্ছে কমেডিয়ান কপিল শর্মার জীবনীর ওপর ভিত্তি করে। কপিল শর্মা কে, সেই নিয়ে সাধারণভাবে তো কোনও ভূমিকার প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। তার অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ খুবই জনপ্রিয় এবং গত বছরও এটি তার নতুন সিজন নিয়ে ফিরেছে। কপিল শর্মা এখন ঘরে ঘরে খুবই চেনা একজনের নাম।