মিম-সনির হলুদ ছোঁয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিম

সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিম

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এই তারকা।


মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে সাজানো হয়েছিল তাদের বিয়ের আসর।

বিজ্ঞাপন

বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার ভক্তদের জীবনের নতুন ইনিংস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢালিউডের এই অভিনেত্রী।


বিয়ের পর এবার হলুদে বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিম।

বিজ্ঞাপন

বরণডালা হাতে বিদ্যা সিনহা মিমের মা।


বড়দের আশীর্বাদ নিচ্ছেন মিম-সনি


হলুন অনুষ্ঠানেও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত বিদ্যা সিনহা মিম।


মা-মেয়ে একে অপরকে হলুদ লাগিয়ে দিচ্ছেন।


হলুদপরী বিদ্যা সিনহা মিম। 


দুধ দিয়ে গোসল করানো হচ্ছে সনি-মিমকে।


স্ত্রীর কপালে সনির ভালোবাসার চুমু।


পোষ্যের সঙ্গে বিদ্যা সিনহা মিম।


স্বামীর গালে মিমের ভালোবাসার চুমু।


মিস্টার অ্যান্ড মিসেস পোদ্দার।