‘মুখোশ’ সন্ধ্যায় পরী : এ গান আমার নতুন বছরের উপহার

  • বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নির্মাতা ও সংশ্লিষ্টদের মাঝে পরী

নির্মাতা ও সংশ্লিষ্টদের মাঝে পরী

বহুল আলোচিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির টাইটেল সং টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

এ উপলক্ষে, রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর অভিজাত রেস্টুরেন্ট হেক্সা ডাইনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ, চিত্রনায়িকা পরীমণি, অভিনেতা জিয়াউল রোশনসহ সকল শিল্পী ও কলাকুশলী। এছাড়া উপস্থিত ছিলেন টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চিত্রনায়িকা পরী মনি বলেন, “হ্যাপি নিউ ইয়ার। সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট দিয়ে আসা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা তাদের দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার পক্ষ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।”

চলচ্চিত্রে তাকে দেখা যাবে একজন অপরাধবিষয়ক সাংবাদিকের চরিত্রে। সাংবাদিকদের দেখেই চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিয়েছেন। নতুন বছরে তার পরিকল্পনার কথা জানালেন তিনি।

‘নতুন বছরের প্রত্যাশা বরাবরই সুন্দর সুন্দর কাজ করার; নিজের কাজকে ছাড়িয়ে যাওয়ার এবং উদাহরণ সৃষ্টি করার মতো কাজ করা। চাঁদে যাওয়ার মতো কোনো প্রত্যাশা করি না, সবার ভালোবাসা নিয়ে হৃদয় জয় করার মতো কাজ করতে চাই।’

অনুষ্ঠানে নির্মাতা ইফতেখার শুভ বলেন, “করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘মুখোশ’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ‘মুখোশ’ দেখবার আমন্ত্রণ।”


‘মুখোশ’র পরিবেশনার দায়িত্ব নিয়েছে ‘মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। ‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিম কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।

আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় এর সঙ্গীতায়োজন ইমন চৌধুরীর।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।

এতে সিনেমাট্রোগ্রাফার ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।

ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে।