ওটিটি অ্যাওয়ার্ডসে ‘স্ক্যাম ১৯৯২’র জয়জয়কার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘স্ক্যাম ১৯৯২’র পোস্টার

‘স্ক্যাম ১৯৯২’র পোস্টার

টিভিতে নাটক দেখার সময় বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়ে আজকাল নাটক দেখাই কমিয়ে দিয়েছে দর্শক। সেক্ষেত্রে অনলাইন প্লাটফর্মগুলোতে (অ্যামাজন প্রাইম. ডিজনিপ্লাস হটস্টার, নেটফ্লিক্স, হইচই, চরকি) মানুষের এই সমস্যার মুখোমুখি হতে হয় না। তাই টিভি নাটকের পাশাপাশি এখন ওয়েব সিরিজ, ওয়েব সিনেমা এসবেরও জনপ্রিয়তা বাড়ছে দিনদিন।

বর্তমানে ওয়েব সিরিজ একটা নতুন ট্রেন্ড। মহামারি করোনায় এই ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা বেড়েছে কয়েক গুণ। ইংলিশ ও হিন্দির সঙ্গে পাল্লা দিয়ে নির্মিত হচ্ছে বাংলা ওয়েব সিরিজও।

বিজ্ঞাপন

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তৈরি হওয়া একাধিক ছবি ও ওয়েব সিরিজকে সম্মানিত করতে এই বছর অনুষ্ঠিত হল ‘দ্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১’। সেখানেই বাজিমাত করল ‘স্ক্যাম ১৯৯২’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’। এরপর আছে ‘মহারানি’ ও ‘মির্জাপুর টু’।

১৯৯২ সালে ভারতীয় স্টক মার্কেটে যে প্রতারণা হয়েছিল সেই নিয়ে তৈরি ‘স্ক্যাম ১৯৯২’। এতে প্রধান চরিত্র অর্থাৎ স্টক ব্রোকার হার্ষাদ মেহতার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক গান্ধী। ২০২০ সালের ৯ অক্টোবর মুক্তি পাওয়া এই সিরিটির শুধু সমালোচক নন, প্রশংসা করেছিলেন দর্শকও। এমনকি সোনি লিভের সবচেয়ে দেখা অন্যতম সিরিজ এটি।

বিজ্ঞাপন

এক নজরে বিজয়ীদের তালিকা
ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেত্রী- হুমা কুরেশী (মহারানি)
সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেতা- মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)
ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেত্রী- সামান্থা রুথ (দ্য ফ্যামিলি ম্যান)
সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা- প্রতীক গান্ধী (স্ক্যাম ১৯৯২)
সিরিজের শ্রেষ্ঠ পরিচালক- হংসাল মেহতা (স্ক্যাম ১৯৯২)
শ্রেষ্ঠ অরিজিন্যাল সাউন্ডট্র্যাক- অচিন্ত ঠক্কর (স্ক্যাম ১৯৯২)
শ্রেষ্ঠ কস্টিউম- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ সম্পাদনা- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ ভিএফএক্স- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ অরিজিন্যাল গল্প- ফ্যামিলি ম্যান
শ্রেষ্ঠ সংলাপ- স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ অরিজিন্যাল স্ক্রিনপ্লে- দ্য ফ্যামিলি ম্যান ২
শ্রেষ্ঠ অ্যাডাপটিভ স্ক্রিনপ্লে- স্ক্যাম ১৯৯২
সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ সিরিজ- মির্জাপুর ২