ওয়েব দুনিয়ায় পা রাখছেন মিঠুন চক্রবর্তী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আশির দশকে বড়পর্দা কাঁপিয়ে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে রূপালি পর্দায় তেমনভাবে দেখা যায় না বর্ষীয়ান এই তারকাকে। তবে গত কয়েক বছর ধরে নাচের প্রতিযোগীমূল অনুষ্ঠানে ‘মহাগুরু’র দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

চমকপ্রদ তথ্য হলো- দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। তবে কোন ছবি নয়, বিগ বাজেটের একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতেই স্ট্রিমিং শুরু হবে মিঠুন চক্রবর্তী অভিনীত সেই ওয়েব সিরিজের। আর এর মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখবেন তিনি।

মিঠুনের ক্যারিয়ারের এই নতুন পর্বে তার পাশে রয়েছেন কমল হাসানের মেয়ে দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান। এই একই ওয়েব সিরিজের সুবাদে শ্রুতিও তার ওটিটি ডেবিউ করতে চলেছেন।

বিজ্ঞাপন
শ্রুতি হাসান

রবি সুব্রমনিয়ানের বই 'দ্য বেস্টসেলার শি রোট' থেকেই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজের চিত্রনাট্য। যদিও সিরিজের নাম ঠিক হয়নি এখনও। এটি পরিচালনা করবেন মুকুল অভয়ঙ্কর।