অবশেষে বিয়ের পিঁড়িতে মীম

  • বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মীম ও তার জীবন সঙ্গী

মীম ও তার জীবন সঙ্গী

জন্মদিনে সারপ্রাইজ দেবেন মীম। কিন্তু কী সেটা? তা নিয়ে দিনভর গুঞ্জন। অবশেষে মীম সারপ্রাইজটা দিলেন। আর তা হলো বিয়ে করতে যাচ্ছেন এ ২৯ বছর বয়সী লাস্যময়ী তারকা। পাত্রের নাম সনি পোদ্দার । বুধবার হয়ে গেলো তার বাগদান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মীম তার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন ছয় বছরের প্রেম ছিলো তাদের।

বিজ্ঞাপন

মীম লিখেছেন- “তোমার সঙ্গে আমার সকল আনন্দের শুরু আজ থেকে ছয় বছর আগে। আজ আমার জন্য খুব বিশেষ একটি দিন। আজ থেকে আমাদের যাত্রা শুরু চিরদিনের জন্য। একটি নতুন অধ্যায়ের শুরু। অবশেষে যৌথ জীবনের পথ চলা শুরু।”


এর আগে দুপুরে বার্তা ২৪.কমের সাথে জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে মীম বলেন, “সারাদিন পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছি। প্রতি জন্মদিনেই তাই হয়। এখন বন্ধুর বাসায় আছি। রাতে ভক্তদের জন্য একটা সারপ্রাইজ দিবো।”

বিজ্ঞাপন

কী সেই সারপ্রাইজ? মীম হাসলেন। সে হাসি রহস্যমাখা। সে রহস্যেরই অবসান ঘটালেন মীম।

মীম যে বিয়ে করছেন তা নিশ্চিত হওয়া গেছে তার ফেসবুক পোস্ট থেকেই। বর-কনের ছবি প্রকাশ করে মীম লিখেছেন-‘গ্রুমস আউটফিট’-অর্থাৎ বরের জামা বানানো হয়েছে জুরহেম নামে একটি ব্র্যান্ড থেকে। বিস্তারিত জানার জন্য মীমকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।