প্রযোজনায় মনোযোগী মাহজাবিন

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহজাবিন রেজা চৌধুরী

মাহজাবিন রেজা চৌধুরী

মাহজাবিন রেজা চৌধুরী। দেশের নির্মাতা প্রতিষ্ঠান, প্রযোজক হিসেবে সকলে তাকে এক নামে চেনেন। নির্বাহী প্রযোজক হিসেবে সিনেমায় বর্তমানে কাজ করেছেন তিনি। অমিতাভ রেজা পরিচালিত নতুন সিনেমা ‘রিকশা গার্ল’- এর সহকারী প্রযোজক তিনি।

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে মাহজাবিন রেজা চৌধুরী বলেন, ‘হাফ স্টপ ডাউন’ থেকে মেরিকো বাংলাদেশের নতুন একটি পণ্য নিয়ে কাজ করা হলো আমাদের। অমিতাভ রেজার পরিচালনায় ৯ বছর পর টিভিসিতে মডেল হিসেবে কাজ করেছেন তানজিন তিশা। কাজটির পোস্ট প্রোডাকশন চলছে এখন।

বিজ্ঞাপন

পরিচালনা নিয়ে কোনো পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে মাহজাবিন রেজা আরো বলেন, “প্রোডাকশনের এমন কোনো কাজ নেই যে আমি করিনি। কিন্তু পরিচালনা নিয়ে কখনই মাথা ঘামানো লাগেনি। পরিচালনা বিষয়টি অনেক বড় একটি ব্যাপার। আমি আমার কাজটাই সঠিকভাবে করে যেতে চাই । তাই সিনেমা পরিচালনার চেয়ে প্রযোজনাতেই আমি বেশী আগ্রহী। ”

মাহজাবিন রেজা চৌধুরী সবশেষে জানান, প্রোডাকশনের কাজ দিনের পর দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে, তাই নতুন ধারাকে রপ্ত করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

বিজ্ঞাপন