মণীশ-সব্যসাচী-ঋতুকে ইডির সমন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মণীশ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায় ও ঋতু কুমার

মণীশ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায় ও ঋতু কুমার

ডিজাইনার মণীশ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায় ও ঋতু কুমারকে তবল করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পাঞ্জাবের বিধায়ক সুখপাল সিং কালরার বিরুদ্ধে থাকা আর্থিক তছরূপের মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির এই তিন আইকনকে।

বিজ্ঞাপন

বিধায়ক সুখপাল সিং কালরা কংগ্রেসে ছিলেন। সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়া পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, কালরার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিলো। এই লেনদেন কেনো করা হয়েছিলো, তার হিসেব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে।

বিজ্ঞাপন

এই তিন ডিজাইনারকে কেনো জিজ্ঞাসাবাদ করা হবে? এমন প্রশ্নের জবাবে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কালরা জানান, এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই। আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন। আমি তাদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস। এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরূপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না।

জানা গেছে, দিল্লিতে ইডির সদর দফতরে ২৪ ও ২৫ জুন হাজিরা দিতে বলা হয়েছে সব্যসাচী-মণীশ-ঋতুকে।