পরিচয় পাল্টে ফেললেন কার্তিক আরিয়ান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান

সময়টা ভালো যাচ্ছে না কার্তিক আরিয়ানের। পরপর কয়েকটি ছবি থেকে বাতিল করে দেওয়া হয়েছে বলিউডের এই অভিনেতাকে।

কার্তিক আরিয়ানের টুইটার প্রোফাইল

এদিকে, পরপর কয়েকটি ছবি থেকে কার্তিককে বাদ দিয়ে দেওয়ায় কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন তার ভক্তরা। অনেকে তো আবার এমনটিও মন্তব্য করেছেন যে, কার্তিকের অবস্থা যেনো সুশান্ত সিং রাজপুতের মতো হয়ে না যায়।

বিজ্ঞাপন

কিন্তু ভক্তদের সেই উদ্বেগ যেনো এবার আরও কিছুটা বাড়িয়ে দিলেন কার্তিক আরিয়ান নিজেই। কেননা বলিউডের এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় পরিবর্তন করে ফেলেছেন।

কার্তিক আরিয়ান

কার্তিক তার টুইটার প্রোফাইলের নিচে অভিনেতার বদলে লিখলেন বিটেক। আর তাতেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া।

বিজ্ঞাপন

বলিউডে আসার আগে বায়োটেকনোলজি নিয়ে মুম্বাইয়ের ডি. ওয়াই. পাটিল কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক পাশ করেছিলেন কার্তিক আরিয়ান। আর সেই পরিচয়ই নিজের টুইটার প্রোফাইলে দিলেন তিনি।

কার্তিক আরিয়ান

বিটেক শেষে মডেলিং শুরু করেছিলেন কার্তিক আরিয়ান। কাস্টিং ডিরেক্টর রাহুল গুরমীত সিংয়ের মাধ্যমে পরিচালক-প্রযোজক লাভ রঞ্জনের নজরে পড়েছিলেন তিনি। পরে ২০১১ সালে লাভ রঞ্জন পরিচালিত ‘প্যায়ার কা পঞ্চনামা’ সিনেমার মাধ্যমে বলিউডের যাত্রা শুরু করেন। এরপর ‘সোনু কে টিটু কি সুইটি’তে অভিনয়ের সুবাদে দারুণ জনপ্রিয়তা পান তিনি।