ফের টপলেস কিয়ারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

গত বছর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো কিয়ারা আদভানির একটি ছবি। যেখানে দেখা গিয়েছিলো- ভারতের জনপ্রিয় আলোকচিত্রী ডাব্বু রত্নানীর ক্যালেন্ডারের ফটোশুটের জন্য টপলেস হয়ে একটি পাতা দিয়ে বক্ষযুগল আড়াল করেছিলেন বলিউডের এই অভিনেত্রী।

কিয়ারা আদভানি

সেই ছবিটি নিয়ে রীতিমতো হৈচৈ শুরু হয়ে গিয়েছিলো। এমনকি বিতর্কের মুখেও পড়তে হয়েছিলো কিয়ারা আদভানিকে।

বিজ্ঞাপন

চমকপ্রদ তথ্য হলো- সেই একই আলোকচিত্রীর ক্যালেন্ডারের জন্য আরও একবার টপলেস ফটোশুট করলেন কিয়ারা আদভানি। যা দেখে ঘুম উড়েছে নেটদুনিয়ার। এমনকি ছবিটি দেখার পর প্রশংসা করেছেন বলিউডের নামি-দামি তারকারাও।

কিয়ারা আদভানি

বুধবার (১৬ জুন) ডাব্বুর তোলা সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কিয়ারা আদভানি।

বিজ্ঞাপন

যেখানে পুরোপুরি না হলেও কিয়ারার ঊর্ধ্বাংশ যে সম্পূর্ণ সুতোহীন তা ছবি থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদা-কালো সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে বালির ওপর শুয়ে রয়েছেন কিয়ারা। বক্ষ যুগল আড়াল করেছেন বালির ওপর রাখা হাত দু’টি আড়াআড়িভেবে রেখে।

কিয়ারা আদভানি

কাজের দিক থেকে এই মুহূর্তে কিয়ারা আদভানির হাতে রয়েছে ‘শেরশাহ’ ছবি।