‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে ওয়েব দুনিয়ায় ফারুকীর অভিষেক
নতুন কিছু নিয়ে হাজির হতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ফেসবুক পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে তেমনটারই আভাস দিয়েছিলেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ১০ জুন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফারুকী লিখেছিলেন, “ফাইনালি সময় আসছে বিড়ালটা ব্যাগের বাহির করার! এই কয়মাস আমরা সবাই মিলে একটা ধুনের ভিতর ছিলাম! ১৪ তারিখ বিকাল ৪টায় আমাদের সাথে লাইভ আড্ডার আমন্ত্রণ! গল্প হবে, আড্ডা হবে, জানা যাবে আমরা আসলে করতে ছিলামটা কি!”
অবশেষে সকলের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিড়ালটা ব্যাগ থেকে বের করেই ফেলেলেন এই নির্মাতা।
আজ (১৪ জুন) নিজের প্রথম ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ ট্রেলার প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। আর এই সিরিজটির মধ্য দিয়েই ওয়েব দুনিয়ায় পা রাখলেন তিনি।
‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’-এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, নুসরাত ইমরোজ তিশা, মারিয়া নূর, হাসান মাসুদ, মামুনুর-রশিদ, পার্থ বড়ুয়া। সবশেষে চমক হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী।
ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে আগামী ৯ জুলাই মুক্তি পাবে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যসহ সকলেই জিফাইভ অ্যাপটি ডাউনলোড করে ওয়েব সিরিজটি দেখতে পারবে। তবে বাংলাদেশিরা এটি দেখতে পাবে সম্পূর্ণ বিনামূল্যে।