স্বল্পদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র ‘অ্যাওয়ারনেস’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাফারাহ্ আব্দুল মালিক

সাফারাহ্ আব্দুল মালিক

দেশে তৈরি হলো করোনাভাইরাস ও অন্যান্য সংক্রমণরোধে ২০ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র ‘অ্যাওয়ারনেস’। এতে অভিনয় করেছে তিন বছরের শিশু সাফারাহ্ আব্দুল মালিক।

মূলত বড়দের পাশাপাশি শিশুদের সচেতন করতে ছবিটি নির্মাণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আহসান ইমাম।

বিজ্ঞাপন

ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, আমরা এক ভয়ংকর সময় পার করছি। শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং শিশু দিবসকে মাথায় রেখে করোনাকালে সবাইকে সচেতন করতে ছবিটি নির্মাণ করা হয়েছে।

ছবিটি সম্পাদনা করেছেন রিসান আহমেদ। বুধবার (১৭ মার্চ) রাতে ছবিটি পরিচালকের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব এ উন্মুক্ত হয়েছে।

বিজ্ঞাপন