উপস্থাপনায় তারিন জাহান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ১১ ডিসেম্বর থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ শো ‘আমাদের মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটিতে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন নন্দিত অভিনেত্রী তারিন জাহান। ৩৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সরাসরি কোনো কুইজ শো অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি।

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই কুইজ শো এখন থেকে প্রতি শুক্র ও শনিবার রাত সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

বিজ্ঞাপন

তারিন জাহান বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমরা অনেক কিছু যেমন জানি, আবার এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অজানা রয়ে গেছে। সেই তথ্যগুলো কুইজ শো’র আকারে দর্শকের সাথে ভাগাভাগি করার আনন্দটাই অন্যরকম হবে বলে আমার বিশ্বাস। ‘আমাদের মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানের পরিকল্পনা শুনেই ভীষণভাবে আন্দোলিত হয়েছি। কারণ মুক্তিযুদ্ধ নিয়ে এরকম একটি কুইজ শো নিশ্চয়ই টিভি সেটের সামনে সব শ্রেণীর দর্শকদের একাত্ম করবে।

বাড়ির দর্শকের সাথে বিভিন্ন রাউন্ডে কুইজের ফাঁকে তারিন মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করবেন মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সাথে।

প্রথম পর্বে অতিথি হয়ে আসছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বিশিষ্ট সংগীতশিল্পী তিমির নন্দী। ‘আমাদের মুক্তিযুদ্ধ’ প্রযোজনা করবেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া ও অজয় পোদ্দার।