বিজয়কে বাদ দিলেন আমির

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আমির খান ও বিজয় সেতুপতি

আমির খান ও বিজয় সেতুপতি

এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিলো আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে আটকে যায় ছবিটির শুটিংয়ের কাজ। ফলে পিছিয়ে যায় এর মুক্তির তারিখও। সব ঠিক থাকলে ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি।

‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের কাজ শুরু হওয়ার পরপর শোনা গিয়েছিলো এতে আমির খানের বন্ধুর চরিত্রে পাওয়া যাবে দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার বিজয় সেতুপতিকে। কিন্তু এ নিয়ে কখনও দেওয়া হয়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। এরইমধ্যে জানা গেলো আরও এক নতুন তথ্য।

বিজ্ঞাপন

‘লাল সিং চাড্ডা’ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিজয় সেতুপতিকে। মুম্বাই মিররের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বিজয়ের ওপর নাখোশ হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবিটিতে অভিনয়ের জন্য ওজন কমানোর কথা ছিলো বিজয়ের। কিন্তু সে কথা রাখেননি তিনি। এ কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে মানব ভিজকে নিয়ে শুটিং সম্পন্ন করেছেন আমির খান।