শীর্ষে অমিতাভের করোনা টুইট

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

ছবি শুটিং শুরু হোক বা শেষ, ভ্রমণ বা উৎসবের নানা মুহূর্ত এবং প্রতিদিন নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন তারকারা।

এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। আর বিগ-বি’র সেই টুইট দখল করে নিয়েছে শীর্ষ স্থান। এ বছরের সবচেয়ে বেশি জনপ্রিয় টুইট ছিলো এটি। এর লাইকের সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার।

বিজ্ঞাপন

রিটুইট, শেয়ার, লাইকের সংখ্যার উপর ভিত্তি করে অমিতাভ বচ্চনের করোনা আক্রান্তের টুইটকে সেরা নির্বাচন করা হয়েছে।

১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত করা টুইটগুলো নিয়ে এই তালিকা করা হয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয়। গত ফেব্রুয়ারিতে ভক্তদের সঙ্গে তোলা এই সেলফি টুইটারে শেয়ার করেছিলেন বিজয়। এতে লাইক পড়েছিলো এক লাখ ৪৫ হাজার।

বলিউড ইন্ডাস্ট্রির ছবিগুলো নিয়ে করা টুইটের মধ্যে শীর্ষে রয়েছে প্রয়াত তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’, ‘ছাপ্পাক’, ‘তানহাজি’, ‘থাপ্পর’ ও ‘গুঞ্জন সাক্সেনা’।

ওয়েব সিরিজগুলো নিয়ে করা টুইটের মধ্যে শীর্ষ স্থান দখল করে রেখেছে ‘মির্জাপুর টু’, ‘মানি হিস্ট’ ও ‘আরিয়া’।