প্রশংসা নয়, ভালোবাসার জন্য তার সেবা করি: সায়রা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিলীপ কুমার ও সায়রা বানু

দিলীপ কুমার ও সায়রা বানু

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন দিলীপ কুমার। আর এই কঠিন সময়ে সর্বক্ষণ তাকে আগলে রেখেছেন স্ত্রী সায়রা বানু। কিন্তু ভালো স্ত্রীর সার্টিফিকেট বা কারও প্রশংসা কুড়ানোর জন্য তিনি বলিউডের এই কিংবদন্তি অভিনেতার দেখাশোনা করেন না বলে মন্তব্য করেছেন বলিউডের এই অভিনেত্রী।

দিলীপ কুমার ও সায়রা বানু

সম্প্রতি দিলীপ কুমারের শারীরিক অবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমনটা নিজেই জানালেন সায়রা বানু। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘ভালোবাসা থেকেই আমি দিলীপ সাহেবের দেখাশোনা করি। কারও প্রশংসা কুড়াতে এসব করি না। আমি চাই না কেউ আমাকে স্বামী অন্ত প্রাণ স্ত্রী হিসেবে দেখুক বা বলুক। তাকে স্পর্শ করা, তাকে আদর-যত্ন করাটা আমার কাছে দুনিয়ার সেরা প্রাপ্তি। আমি তাকে ভালোবাসি, তিনি আমার প্রাণ।’

বিজ্ঞাপন

৯৭ বছর বয়সী দিলীপ কুমারের শারীরিক পরিস্থিতি নিয়ে সায়রা বানু জানান, ‘তিনি খুব বেশি ভালো নেই। দুর্বল প্রচন্ড। মাঝেমধ্যে ঘর থেকে হল পর্যন্ত গিয়ে ফের ঘরে ফিরে আসেন। তার রোগ প্রতিরোধক ক্ষমতা একেবারেই কম। সবাই প্রার্থনা করুন তার জন্য। আমি তো ঈশ্বরকে প্রতিদিন ধন্যবাদ জানাই।’

দিলীপ কুমার ও সায়রা বানু

করোনা পরিস্থিতিতে দিলীপ কুমারকে নিয়ে বাড়তি সচতেন সায়রা বানু। মার্চ মাস থেকে সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন তারা। করোনাতেই এই বছর নিজের দুই ছোট ভাই আসলাম খান ও এয়সান খানকে হারিয়েছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।

বিজ্ঞাপন

১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেছিলেন দিলীপ কুমার। দেখতে দেখতে তাদের দাম্পত্য সম্পর্ক ৫৪ বছর অতিক্রম করেছে। আগামী ১১ ডিসেম্বর দিলীপ কুমারের ৯৮তম জন্মদিন।

দিলীপ কুমার ও সায়রা বানু