শিল্পার নতুন ইনিংস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বন্ধুদের সঙ্গে নেতুন রেঁস্তোরায় শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি

বন্ধুদের সঙ্গে নেতুন রেঁস্তোরায় শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি

অভিনয়, সংসার ও সন্তান সবকিছু একসঙ্গে সমানতালে সামলাচ্ছেন শিল্পা শেঠি। এবার নতুন একটি ইনিংস শুরু করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

মুম্বাইয়ের ওয়ার্লিতে একটি নতুন রেঁস্তোরা খুলতে চলেছেন শিল্পা শেঠি। তবে এখনও এর উদ্বোধন করেননি তিনি।

বিজ্ঞাপন

উদ্বোধনের আগে স্বামী ও বন্ধু রীতেশ দেশমুখ এবং তার স্ত্রী জেনেলিয়া ডি’সুজাকে নিয়ে নতুন রেঁস্তোরায় নৈশভোজ করেন শিল্পা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের রেঁস্তোরায় বন্ধুদের সঙ্গে তোলা সেই ছবি শেয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন
শিল্পা শেঠি

জেনেলিয়াও ইনস্টাগ্রামে একটি গ্রুপ সেলফি পোস্ট করে শিল্পা ও রাজকে ধন্যবাদ জানান দারুণ এই নৈশভোজের আয়োজন করার জন্য। রেঁস্তোরার খাবার দুর্দান্ত ছিলো সেটিও জানাতে ভোলেননি জেনেলিয়া।

মূলত সি-ফুড রেঁস্তোরা এটি। এই রেঁস্তোরার ৫০ শতাংশ মালিকানা শিল্পা শেঠির।

২০১৯ সালের ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে এই উদ্যোগের জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা ব্যায় করেছেন শিল্পা। নিজে এই রেঁস্তোরার খাবার পছন্দ করেন বলিউডের এই অভিনেত্রী। সে কারণেই এই উদ্যোগে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছেন তিনি।