‘আতরাঙ্গি রে’র শুটিং শুরু করলেন অক্ষয়-সারা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সারা আলি খান ও অক্ষয় কুমার

সারা আলি খান ও অক্ষয় কুমার

কিছুদিন আগে ‘কুলি নাম্বার ওয়ান’-এর কাজ শেষ করেছেন সারা আলি খান এবং ‘বেল বটম’র শুটিং সম্পন্ন করেছেন অক্ষয় কুমার। এবার এই তারকা জুটি শুরু করলেন তাদের নতুন ছবি ‘আতরাঙ্গি রে’র শুটিং।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শুটিং সেটে তোলা একটি ছবি শেয়ার করেছেন অক্ষয়-সারা। এর ক্যাপশনে অক্ষয় লিখেছেন, “লাইট, ক্যামেরা, অ্যাকশন এই তিনটি শব্দ পৃথিবীর সব আনন্দ নিয়ে আসে। শুরু ‘আতরাঙ্গি রে’র শুটিং। প্রয়োজন আপনাদের (ভক্ত) সকলের ভালোবাসা ও শুভকামনা।”

বিজ্ঞাপন

একই ছবি শেয়ার করে ক্যাপশনে সারা আলি খান লিখেছেন, “আতরাঙ্গি রে’ (অক্ষয় কুমার) আরও বেশি রঙিন হয়ে গিয়েছেন। আনন্দিত আপনার সঙ্গে কাজ করতে পেরে।”

‘আতরাঙ্গি রে’তে সারা আলি খান ও অক্ষয় কুমারের পাশাপাশি আরও রয়েছেন দক্ষিণের তারকা ধানুশ। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। এর সংগীত পরিচালনা করছেন এ আর রহমান।

বিজ্ঞাপন