সাংহাই থিয়েটার ফেস্টিভ্যালে পদাতিকের ‘গহনযাত্রা’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গহনযাত্রা’ নাটকের ‍দৃশ্য

‘গহনযাত্রা’ নাটকের ‍দৃশ্য

শুরু হয়েছে দশম সাংহাই ইন্টারন্যাশনাল এক্সপেরিমেন্টাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০। গত ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর উৎসবটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হচ্ছে।

বাংলাদেশ, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ইউক্রেনের মোট ১৩টি নাটক এই উৎসবে স্থান পেয়েছে। সাংহাই থিয়েটার একাডেমি প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের নিরীক্ষাধর্মী থিয়েটার নিয়ে এই উৎসব আয়োজন করে থাকে।

বিজ্ঞাপন

এ বছর জুলাই মাসে অনলাইনে আবেদনের মাধ্যমে এই উৎসবের কার্যক্রম শুরু হয়। এ বছর বাংলাদেশ হতে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত এবং সুদীপ চক্রবর্তী নির্দেশিত একক নাটক ‘গহনযাত্রা’ এই উৎসবে গৌরবের সাথে প্রদর্শিত হচ্ছে।

নাটকটি রচনা করেছেন ড. রুবাইয়াৎ আহমেদ এবং অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সৈয়দা শামছি আরা সায়েকা।

কোভিড-১৯ এর কারণে এই উৎসবে প্রতিটি মঞ্চ নাটকের ভিডিও প্রদর্শন করা হচ্ছে।