আইসিইউতে করোনায় আক্রান্ত জুয়েল আইচ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জুয়েল আইচ

জুয়েল আইচ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাদুশিল্পী-উপস্থাপক জুয়েল আইচ। শুরুতে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে। বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

জানা গেছে- গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে।

বিজ্ঞাপন

৯ নভেম্বর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

জুয়েল আইচের পাশাপাশি তার স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তারা দুজনই এরমধ্যে সেরে উঠেছেন।