‘বালিকা বধূ’র পরিচালক এখন সবজি বিক্রেতা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বালিকা বধূ’র পোস্টার ও পরিচালক রাম বৃক্ষ গারু

‘বালিকা বধূ’র পোস্টার ও পরিচালক রাম বৃক্ষ গারু

ভারতীয় চ্যানেল কালারস-এ প্রচারিত জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম ছিলো রাম বৃক্ষ গারু পরিচালিত ‘বালিকা বধূ: লামহে পেয়ার কে’। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা আট বছর প্রচারিত হয়েছে সিরিয়ালটি।

চমকপ্রদ তথ্য হলো- সেই জনপ্রিয় সিরিয়ালের পরিচালককে সম্প্রতি ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করতে দেখা গেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রাকাশ হতেই তা রীতিমতো ভাইরাল।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মহামারির কারণে লকডাউন ঘোষণা করায় বন্ধ হয়ে গিয়েছিলো সব সিনেমা হল এবং শুটিংয়ের কাজ। যার ফলে অন্যদের মতো বেকার সময় কাটাতে হচ্ছিল ‘বালিকা বধূ’র পরিচালক রামকেও। তাই সবজি বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি।

এ প্রসঙ্গে রাম জানান, “আজমগড় থেকে এসেছিলাম একটি চলচ্চিত্রের রেকর্ড করার জন্য। লকডাউন ঘোষণার সময় আমরা এখানে ছিলাম এবং তারপরে ফিরে যাওয়া সম্ভব ছিল না। আমরা যে প্রকল্পে কাজ করছিলাম তা বন্ধ হয়ে গেছে এবং নির্মাতা বলেছিলেন যে, কাজে ফিরে আসতে আরও এক বছর বা আরও বেশি সময় লাগবে।”

যোগ করে তিনি বলেন, “এরপরই আমি আমার বাবার মতো ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করার সিদ্ধান্ত নেই। আর এটি নিয়ে আমার কোনো আফসোস নেই। মুম্বাইয়ে আমার নিজের বাড়ি আছে। আশা করছি সেখানে শিগগিরই ফিরতে পারবো। সে সময় আসা পর্যন্ত যা করার করবো।”

এদিকে, পরিচালক রামের এই অবস্থা দেখার পর ‘বালিকা বধূ’র অন্যতম অভিনেতা অনুপ সোনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে টিমের অন্যদের রামের সঙ্গে যোগাযোগ করে তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।