‘ইরোজ নাও’ এখন বাংলাদেশে!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরোজ নাও

ইরোজ নাও

দক্ষিণ এশীয়ার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোজ নাও’। যেখানে রয়েছে হাজার হাজার ওরজিনাল ওয়েব সিরিজি, সিনেমা, শর্টফিল্ম এবং বিনোদনের সব কিছূ। এবার এই ওটিটি প্লাটফর্ম যাত্রা শুরু করল বাংলাদেশে। এই প্ল্যাটফর্মে বাংলাদেশী দর্শকেরা যেমন ভারতীয় ওয়েব সিরিজ, সিনেমা,নাটক ও শর্টফিল্ম দেখতে পারবেন পাশাপাশি বাংলাদেশের ওয়েব সিরিজ,সিনেমা,নাটক ও শর্টফিল্ম এই গ্লোবাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।

সম্প্রতি ইরোজ নাও এবং এলবিসি মিডিয়া’র পার্টনারশীপ ঘোষনা করা হয়। এই পার্টনারশীপের মাধ্যমে ইরোজ নাও এর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং যৌথভাবে কনটেন্ট নির্মান করবে। পাশাপাশি ব্যবসায় সম্প্রসারনের কার্যক্রম হিসেবে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেটআপ বক্স ও টিভি সেটের মাধ্যমে তাদের সেবা বিস্তৃত্ব করবে।

বিজ্ঞাপন

ইরোজ নাও এর বাংলাদেশী পার্টনার এলবিসি মিডিয়ার হেড অব মার্কেটিং নুসরাত জেরিন বলেন, ‘ইরোজ নাও’ জনপ্রিয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে ১২,০০০ এর বেশি বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে, যা বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করবে। আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে সারাদেশের দর্শকদের জন্য ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কোম্পানী।

বাংলাদেশে চালু হওয়া প্রসঙ্গে ইরোজ নাও এর চেয়ারম্যান রিশিকা লুল্লা সিং, বলেন আমাদের এই পার্টনারশীপের মাধ্যমে ইরোজ নাও আরও একধাপ এগিয়ে গেল। আমাদের জনপ্রিয় সব ভারতীয় কন্টেন্ট বিশেষ করে জনপ্রিয় বাংলা চলচ্চিত্র গুলি বাংলাদেশের শ্রোতাদের সর্বোচ্চ বিনোদন দিতে সক্ষম হবে।

জানা গেছে, বাংলাদেশী দর্শকেরা সবধরনের বাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি দিয়ে মান্থলি ও ইয়ারলি ইরোজ নাও- এর সাবস্ক্রাইবার হতে পারবেন। তারপরপরই উপভোগ করতে পারবেন ইরোজ নাও এর যাবতীয় কনটেন্ট।

এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট কোম্পানীঃ এলবিসি মিডিয়া বাংলাদেশে ‘ইরোজ নাউ’ এবং ‘আড্ডা টাইমস’-এর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং যৌথভাবে কনটেন্ট নির্মান করবে। এলবিসি মিডিয়া বাংলাদেশি কন্টেন্ট সারা বিশ্বের কাছে উপস্থাপন করবে সেই সাথে বাংলাদেশি গ্রাহকদের জন্য আন্তর্জাতিক কন্টেন্ট নিয়ে আসবে সুবিধাজনক মাধ্যমের মাধ্যমে।