ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনার দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

বরগুনার দুই উপজেলায় চলছে ভোট গ্রহণ

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ১৯ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

যেসব উপজেলায় ভোট হচ্ছে সেগুলো হল- বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় চলছে ভোটগ্রহণ। এর মধ্যে কেবল পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বিজ্ঞাপন

এসব উপজেলায় অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অবরোধ ও আবহাওয়ার কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন দ্বিতীয়বারের মতো স্থগিত করে নির্বাচন কমিশন।

এই ১৯টি উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা ভোট শেষ হবে। এর আগে চার ধাপে ভোট সম্পন্ন হয়েছে।