বরগুনা-১ ও ২ আসনে নৌকার জয়

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু ৬১ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বরগুনা-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

এর মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪ হাজার ১৬৮ ভোট। বরগুনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।

বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫জন ভোটাধিকার প্রয়োগ করেন। বরগুনা-২ আসনেও কোনো প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।