নাতির হাত ধরে ভোট দিতে এলেন শতবর্ষী মোস্তবা খাতুন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নাতির হাত ধরে ভোট দিতে এসেছেন শতবর্ষী মোস্তবা খাতুন। ভালোভাবে হাঁটতে পারেন না, ভালো মতন চোখেও দেখেন না। তবুও কাঁপা কাঁপা হাতে ব্যালেট ঢুকালেন বক্সে।

রোববার (৭ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর নারী আনসার সদস্যরা শতবর্ষী মোস্তবা খাতুনকে কেন্দ্র থেকে সড়ক পর্যন্ত নিয়ে এসে অটোরিকশায় তুলে দেন।

বিজ্ঞাপন

এসময় তাকে জিজ্ঞেস করা হয় এতো কষ্ট করে কেনো ভোট দিতে এলেন? জবাবে তিনি বার্তা২৪.কম-কে বলেন, নিজে লেখাপড়া অল্প আধটু করে যা জেনেছি ভোট না দিলে গুনাহ হবে, তাই ভোট দিতে এসেছি। জীবনে অনেকবার ভোট দিয়েছি। এবারও দিলাম কষ্ট হলেও। খুব সুন্দর ভোট হয়েছে।

মোস্তবা খাতুন অটোরিকশায় করে চলে যাওয়ার সময় বলেন, কখন মৃত্যু আসে জানি না। তাকে যেনো প্রার্থনায় রাখি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৬টি। কেন্দ্রগুলোতে কক্ষ আছে ৩ হাজার ৫০৭টি। ৪ আসনে মোট ভোটার ১৬ লাখ ৫৩ হাজার ৯৬০ জন।

কক্সবাজারে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ভোটাররাও আসছেন ভোটকেন্দ্রে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।