বরগুনা-১ আসনের ভোটকেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুইটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বরগুনা-১ আসনের কয়েকটি ভোটকেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকেই বরগুনার কড়ইতলা সোনাখালী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

ভোট দিতে এসেছেন উরমি রানী তিনি বলেন, সকাল সকাল ভোট দিতে এসেছি। কারণ সকালে ভিড় একটু কম থাকে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবো।

উপকূলীয় জেলায় মোট দুইটি সংসদীয় আসন। বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৫০, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৯৫, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছি। সব ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছে। নৌ-বাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে। পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত মাঠে নিরলস কাজ করছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ শতভাগ শান্তিপূর্ণ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। কেউ কোনো রকম ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারও বিরুদ্ধেও যদি বিন্দুমাত্র পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।