ময়মনসিংহে ভোট কেন্দ্রে আগুন

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে ভোট কেন্দ্রে আগুন

ময়মনসিংহে ভোট কেন্দ্রে আগুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পড়শীপাড়ায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পড়শীপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের টিম লিডার রামপ্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে চারটার দিকে পড়শীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই কেন্দ্রে মোট ৯টি বুথে নারী ও পুরুষসহ ৪ হাজার ৬৫৮ জন ভোটার রয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয় ভবনের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই প্রাথমিক বিদ্যালয়টি গফরগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভোট কেন্দ্র।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান জানান, বিদ্যালয় ভবনে আগুন দেওয়া নাশকতার ঘটনা। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।