তৃণমূল বিএনপি তলাবিহীন ঝুড়ির মতো দল

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

তৃণমূল বিএনপি তলাবিহীন ঝুড়ির মতো দল উল্লেখ করে যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে দলটির প্রার্থী মেজর (অব:) আ.ন.ম মোস্তফা বনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে যশোরের প্রেসক্লাব সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে তিনি বলেন, মণিরামপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার শুরু থেকেই অত্যন্ত হীনমন্যতায় ভূগছি এবং আত্মদহনে দগ্ধ হচ্ছি। প্রকৃতপক্ষে তৃণমূল বিএনপি একটি অত্যন্ত কৃষকায়, তলাবিহীন ঝুড়ির মতো দল। একজন সাবেক সেনা কর্মকর্তার জন্য সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে এমন একটি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত বেমানান এবং অমর্যাদাকর। এই দল আমার জন্য মানানসই নয় এবং সংসদ সদস্য পদে প্রার্থিতা করার জন্য উপযুক্ত প্লাটফর্ম নয়।

বনি আরও বলেন, দেশের বিরাজমান প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াটা কতটুকু সমীচীন হবে, একজন বিবেকবান মানুষ হিসেবে সে বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেরীতে হলেও এ বিষয়টি উপলব্ধি করার জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নির্বাচনী আসন যশোর-৫ মনিরামপুর থেকে সংসদ সদস্য পদে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালাম।