চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব এর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের হাটখোলা মোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা খালেদ দেওয়ান বলেন, রাত সাড়ে ৩টার দিকে নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাশের চা দোকানদার আগুন দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের কিছু অংশ পুড়েছে। এছাড়া অফিসের চেয়ার-টেবিল ও পোস্টারও পুড়েছে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া বলেন, রাতের অন্ধকারে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বার্তা২৪.কমকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জাকের হোসাইন মাহমুদ বার্তা২৪.কমকে বলেন, গতকাল আবদুল মোতালেবের নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।