নির্বাচিত হলে দলমত নির্বিশেষে মাগুরার উন্নয়নে কাজ করব: সাকিব

  ভোট এলো, এলো ভোট
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘আমি যদি নির্বাচিত হই, সে সুযোগ যদি আপনারা দেন, তাহলে দল মত নির্বিশেষে সবার সাথে মিলে কীভাবে মাগুরার উন্নয়ন করা যায় সেটাই করবো।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে শহরের কেশব মোড় থেকে গণসংযোগ শুরু করেন সাকিব। পরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

গণসংযোগের অংশ হিসেবে মাগুরা জেলা আইনজীবী সমিতিতে আসেন সাকিব আল হাসান। সেখানে আইনজীবীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট কাজী এস্কেন্দার আজম বাবলু, জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মোহন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম।

সাকিব আইনজীবীদের কাছে তার প্রতীক নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আমাকে ভোট দিবেন। আমি চাই সবাইকে নিয়ে মানুষের জন্য কাজ করতে। আমার খুব বেশী কিছু চাওয়ার নাই। আইনজীবীদের কথা মানুষ শোনে। আমি যদি নির্বাচিত হই সে সুযোগ যদি আপনারা দেন, তাহলে দল মত নির্বিশেষে সবার সাথে মিলে কীভাবে মাগুরার উন্নয়ন করা যায় সেটাই করবো।’