মাশরাফির নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা
ভোট এলো, এলো ভোটনির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি দলের প্রার্থীরা চালাচ্ছেন জোর প্রচারণা। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে লড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নড়াইল-লোহাগড়ার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ছাড়াও তার অনেক শুভাকাঙ্ক্ষী প্রচারণায় অংশগ্রহণ করলেও নতুন মাত্রা যোগ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থীদের প্রচারণা।
জানা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থীরা নড়াইলের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে বাড়িতে বাড়িতে নির্বাচনী লিফলেট বিতরণ করছেন। নড়াইলে বিগত পাঁচ বছরে মাশরাফি বিন মর্তুজার পরিশ্রম ও উন্নয়ন তাদেরকে জানাচ্ছেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এ কৃতি শিক্ষার্থীদের কাছে পেয়ে ভোটাররাও খুশি। শিক্ষার্থীরা পেয়েছেন ইতিবাচক সাড়া।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা যদি ৫ বছর আগের নড়াইল আর এখকার নড়াইলের মধ্যে তুলনা করি তাহলে এখানে এক বড় পরিবর্তন দেখা যাবে। মাশরাফি বিন মর্তুজার হাত ধরে ৫ বছরে নড়াইল পাল্টে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, হাসপাতাল ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। হাসপাতালের চিকিৎসার মান উন্নত হয়েছে, বড় করে সড়ক নির্মাণ হচ্ছে। নড়াইলে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ হয়েছে। ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য বাসের ব্যবস্থা করেছেন। সবমিলিয়ে নড়াইলের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও মাশরাফি বিন মর্তুজাকে প্রয়োজন বলে মনে করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাবেক ভিপি মোঃ হুসাইন আহমেদ সোহান বলেন, নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজার এমপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এগিয়ে যাওয়ার নতুন এক গতি পায় নড়াইল। শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত উন্নয়ন সবকিছুতেই ওনার অবদান চোখে পড়ার মতো। মোটরসাইকেলে করে জায়গায় জায়গায় ঘুরেছেন, হাসপাতালে চিকিৎসা হচ্ছে কিনা দেখেছেন। কোথায় নদী ভাঙন আছে খুঁজে বের করেছেন। বাঁধ নির্মাণ হয়েছে, খাল খনন হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কল্যাণে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে প্রতিবছর স্কলারশিপে বিশ জন করে শিক্ষার্থী ভর্তি হয়। ঈদের সময় বাড়ি আসতে শিক্ষার্থীরা গাড়ি পায়। শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে এমপি মহোদয় তাদের সহযোগিতা করেন। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে প্রচারণা চালাচ্ছি। ভোটারদের কাছ থেকেও আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ সভাপতি সাদমান আজিজ সৃজন বলেন, নড়াইলের উন্নয়নকে টিকিয়ে রাখতে হলে এবারও মাশরাফি ভাইকে দরকার। তিনি নড়াইলকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার বিশ্বাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান ইমন বলেন, নড়াইলে যত এমপি এসেছেন এ পর্যন্ত তাদের মধ্যে মাশরাফি ভাই সব থেকে সফল এমপি। ওনার চিন্তাধারা অন্যরকম। এমন একজন এমপি পেয়ে আমরা আসলে সার্থক। আশা করছি এ নির্বাচনেও তিনি জয়লাভ করবেন এবং নড়াইলকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। মাশরাফি বিন মর্তুজার হাতকে শক্ত করতে আমরা সবসময় ওনার পাশে আছি।