মুন্সীগঞ্জ-৩: নৌকার সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ

  ভোট এলো, এলো ভোট
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম ডালিম সরকার (৩৫)। তিনি নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বিজ্ঞাপন

এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে, নৌকা সর্মথকদের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা এ হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

স্থানীয়রা জানান, হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারীর নেতৃত্ব ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল নৌকার ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ ডালিম সরকারকে বাঁচাতে গেলে কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।